সাবস্ক্রিপশন ওয়েব অ্যাপ

প্রিয় গ্রাহক, আপনার সাবস্ক্রিপশন ওয়েব অ্যাপটি যথাযথভাবে প্রস্তুত করতে প্রাথমিক কিছু তথ্যের প্রয়োজন। অনুগ্রহ পূর্বক নিম্নে উল্লেখিত তথ্যসমূহ সরবরাহ করুন।

১। প্রয়োজনীয় পৃষ্ঠাসমূহের কন্টেন্ট

আপনার ব্যবসা এবং পণ্য-সেবাসমূহের প্রদর্শনে যেসকল সম্ভাব্য পৃষ্ঠাসমূহ প্রয়োজন হতে পারে তার তালিকা ও পৃষ্ঠাগুলোর কন্টেন্ট সুসজ্জিতভাবে জিপ (zip) আকারে ডাউনলোড লিঙ্ক প্রদান করুন।

কিছু প্রচলিত ব্যবসায়িক পৃষ্ঠাসমূহের উদাহরণ নিম্নরূপঃ

২। গুরুত্বপূর্ণ পৃষ্ঠাসমূহের কন্টেন্ট

কিছু গুরুত্বপূর্ণ পৃষ্ঠা প্রতিটি অ্যাপেই থাকা প্রয়োজন। যেমনঃ about, terms of service, privacy policy, FAQ ইত্যাদি। এ-সকল পৃষ্ঠাসমূহের কন্টেন্টও প্রদান করুন (যদি থাকে)। 

৩। সাবস্ক্রিপশন পণ্য/সেবার বিস্তারিত

আপনার সকল সাবস্ক্রিপশন পণ্য-সেবাগুলোর বিস্তারিত তথ্য প্রদান করুন। সাবস্ক্রিপশন পণ্যের পাশাপাশি এককালীন পণ্য/সেবার তথ্যও প্রদান করা যেতে পারে (যদি থাকে)।

নিম্নের তথ্যগুলো প্রদান করুনঃ

সাবস্ক্রিপশন ভেরিয়েশনঃ একই সাবস্ক্রিপশন পণ্য/সেবার ভেরিয়েশন থাকতে পারে। সেক্ষেত্রে সেই পণ্য বা সেবাটির প্রতিটি ভেরিয়েশনের মূল্য, মেয়াদকাল ও সুবিধাসমূহের তথ্য প্রদান করুন

৪। পেমেন্ট গেটওয়েঃ সাবস্ক্রিপশন ফি গ্রহণ

গতানুগতিকভাবে ব্যাংক ডিপোজিট, চেক পেমেন্ট ও ক্যাশ অন ডেলিভারি (প্রযোজ্য ক্ষেত্রে) চালু থাকবে। লাইভ পেমেন্ট গেটওয়ে ব্যবহারের ক্ষেত্রে আপনার নির্বাচিত পেমেন্ট গেটওয়ের লগইন তথ্য বা API কোডসমূহ প্রদান করতে হবে।

কোন গেটওয়েটি আপনার বাণিজ্যটির জন্য উপযুক্ত হতে পারে তা সম্পর্কে পরামর্শের প্রয়োজন হলে আপনার অ্যাকাউন্ট থেকে সাপোর্ট টিকেট দাখিল করুন।

৫। প্রতিষ্ঠানের তথ্যঃ