website customization service by growbig

ওয়েবসাইট কাস্টমাইজেশন

আপনার ওয়েবসাইটটির কাস্টমাইজেশন বা পরিবর্ধনে আমাদের দক্ষ সফটওয়্যার প্রকৌশলীরা রয়েছেন আপনার সহায়তায়।

মূল্যঃ ৳৯,৯৯৯ টাকা

৳১৩,৯৯৯

৩০% ছাড়, শেষ সময়

:
00
ঘণ্টা
:
00
মিনিট
:
00
সেকেন্ড

ওয়েবসাইট কাস্টমাইজেশন বা পরিবর্ধনে সহায়তা

web design company in bangladesh

আপনার পুরোনো ওয়েবসাইটিকে নতুন ঝকঝকে আধুনিক নকশা প্রদানে আমরা রয়েছি আপনার সহায়তায়।

আনলিমিটেড প্রিমিয়াম স্টক ছবি ও গ্রাফিক্স অন্তর্ভুক্ত। এনভাটো এলিমেন্ট লাইব্রেরী থেকে আপনার পছন্দকৃত রিসোর্সগুলো প্রকল্পে ব্যবহার করা হবে।

প্রশ্নউত্তর

ইতিমধ্যেই ওয়েবসাইট রয়েছে, কিন্তু সময়োপযোগী আধুনিক গ্রাহক বান্ধব নকশা প্রয়োজন। 

এ যাবতীয় যেকোনো কারণে আপনার ওয়েবসাইটটির কাস্টমাইজেশন বা সৌন্দর্য  বর্ধনে সেবাটি অর্ডার করা যেতে পারে।

প্রকল্প সংশ্লিষ্ট থিম, প্লাগিন এবং ডোমেইন হোস্টিং এক্সেস।

সফটওয়ার ক্রয়ে সহায়তা পেতে, এবং আপনার উদ্যোগটির জন্য কোন সফটওয়ারগুলো উপযুক্ত হতে পারে, সে বিষয়ে পরামর্শ পেতে, অর্ডার পরবর্তী গ্রাহক সেবাকেন্দ্রে সাপোর্ট টিকেট দাখিল করুন।

কার্যপ্রবাহঃ

১। প্রথমে পণ্য/সেবা অর্ডার করতে হবে।

২। আপনার অর্ডারটির বিপরীতে GrowBig-এ একটি প্রকল্প চালু হবে।

৩। আপনি প্রকল্প সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যসমূহ সরবরাহ করবেন।

৪। আমাদের প্রকল্প উন্নয়ন প্রকৌশলীরা সে তথ্যগুলোর ভিত্তিতে সফটওয়্যারটির উন্নয়নের কাজ শুরু করবেন।

৫। উন্নয়ন সম্পন্ন হওয়ার পর আপনাকে পর্যালোচনার জন্য দাখিল করা হবে।

৬। আপনার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন/পরিবর্ধন করা হবে (যদি থাকে)। সর্বচ্চ ২বার, পরবর্তী প্রতি পর্যালোচনার জন্য অতিরিক্ত ৳২,০০০ ফি প্রযোজ্য হবে।

৭। সর্বশেষ, নির্বাহী প্রকৌশলী আপনাকে প্রকল্পটি হস্তান্তর করবেন।

প্রকল্প গ্রহণের পর হস্তান্তর সময়সীমা ২০ কার্যদিবস। উল্লেখ্য যে, ক্লাইন্ট সকল প্রয়োজনীয় তথ্য প্রদানের পর প্রকল্প উন্নয়ন সময়সীমা গণ্য হবে। 

ওয়েবসাইটের/সফটওয়্যারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রদান করা হবে। যেমনঃ উন্নয়নকৃত ওয়েবসাইটের/অ্যাপের অ্যাডমিন লগিন, সিপ্যানেল (সার্ভার) লগিন, জিমেইল ও অন্যান্য প্রকল্প সংশ্লিষ্ট থার্ডপার্টি সফটওয়্যারের (যদি থাকে) সকল প্রকার অ্যাডমিন লগিন তথ্য প্রদান করা হবে। 

প্রকল্প উন্নয়ন সম্পন্ন হওয়ার পর সেই প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আপনাকে এসকল তথ্যসমূহ সরবরাহ করবেন। 

প্রকল্প হস্তান্তর করার পরবর্তী ১ বছর সাপোর্ট প্রদান করা হবে। 

সাপোর্টে যা যা থাকবেঃ

  • সাপোর্ট টিকেট সেন্টারের এক্সেস প্রদান করা হবে (সাধারণ প্রশ্ন-উত্তর)।
  • সফটওয়ার হালনাগাদ
[estimation_form form_id="10" popup="true"]