Skip to content
domain registration in Bangladesh
সেরা ডোমেইন নাম নির্বাচনের প্রক্রিয়া

আপনার বাণিজ্যটিকে অনলাইনে খুঁজে পাওয়ার থেকেও একটি ডোমেইন নাম অধিক অর্থ বহন করে। উদ্যোগটির ব্র্যান্ড পরিচিতি গ্রাহকদের কাছে তুলে ধরতে ডোমেইন নাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

গ্রাহকরা আপনার ডোমেইন নামটি শোনার পর তাদের মধ্যে কি ধরণের অনুভূতি সৃষ্টি হবে?

নামটি কি আপনার সরবরাহকৃত পণ্য-সেবাগুলোর বর্ণনা করে?

এসইও বান্ধব কিওয়ার্ড যুক্ত ডোমেইন নাম নির্বাচন করা উচিত, নাকি ব্র্যান্ডেবল নাম?

ডোমেইন নাম নিবন্ধন করা অত্যন্ত সহজ হলেও, নিবন্ধনের পূর্বে কিছু বিষয় অবশ্যই আপনার মনে রাখা উচিত। এই নির্দেশিকায় বাণিজ্যিক উদ্যোগের জন্য কিভাবে একটি উপযুক্ত ডোমেইন নাম নির্বাচন করা যেতে পারে, সেই বিষয়টি আলোচনা করা হয়েছে।

ফ্রি ডোমেইন

হোস্টগেটর হোস্টিং সেবার সাথে বিনামূল্যে .com ডোমেইন অন্তর্ভুক্ত রয়েছে। কিভাবে হোস্টিং এর সাথে ফ্রি ডোমেইনটি নিবন্ধন ও সেটআপ করতে হয় তা শিখতে ভিডিও নির্দেশিকাটি দেখুন।

 

উপযুক্ত ডোমেইন নাম নির্বাচন

সেরা একটি ডোমেইন নামের সন্ধান পেতে নিম্ন বর্ণিত ৫টি বিষয় আপনার অনুসরণ করা উচিত।

১। আকারে ছোট, স্মরণীয় ও ব্র্যান্ডেবল নাম

যদি ইতিমধ্যেই আপনি একটি বাণিজ্যের সত্ত্বাধিকারী হয়ে থাকেন তাহলে সেই বাণিজ্যটির নাম অনুযায়ী ডোমেইন নিবন্ধনের চেষ্টা করুন। এতে গ্রাহকদের পক্ষে আপনার ব্যবসাটিকে খুঁজে পেতে ও ওয়েবাইটের সাথে ব্যবসাটি সংযুক্ত করতে সহজ হবে।

অন্যথায় নতুন উদ্যোগ শুরুর ক্ষেত্রে, এমন একটি নাম নির্বাচন করুন, যা সংক্ষিপ্ত, সহজেই মনে রাখার মত ও ব্র্যান্ডেবল।

 

নাম নির্বাচনে লক্ষণীয়ঃ

উদাহরণ হিসেবে GrowBig নামটি লক্ষ্য করুন। এটি উচ্চারণে সহজ, ৮ অক্ষরের নাম, সহজ শব্দ এবং ইতিবাচক অর্থ বহন করে এবং কার্যক্রমের সাথে নামটির সম্পৃক্ততা রয়েছে।

 

ব্র্যান্ডেবল নাম বলতে কি বোঝায়?

আমরা সকলেই জানি দীর্ঘমেয়াদী সাফল্যে ব্র্যান্ডিং এর গুরুত্ব কতটা। কিন্তু কোন বিষয়গুলো একটি ডোমেইনকে ব্র্যান্ডেবল করে তোলে?

এখানে অনেকগুলো বিষয় লক্ষণীয়, তবে তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিম্নরূপঃ

 

২। হাইপেন (-) ও নম্বর (4) ব্যবহারে বিরত থাকুন

মানুষ টাইপিং-এ স্বাভাবিকভাবে প্রায়ই ভুল করে থাকেন, কিছুটা সতর্কতা অবলম্বণের মাধ্যমে আপনার ডোমেইন নামটির ভুল টাইপিং-এ গ্রাহকদের বিরত রাখতে পারেন।

এর জন্য সর্ব প্রথম করণীয় হল, ডোমেইন নামে হাইপেন (-) ও নম্বরের (4) মিশ্রণ ব্যবহার করা থেকে বিরত থাকা। এগুলোর ব্যবহারে গ্রাহকদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।

যেমন, ডোমেইন নামে “for” এর পরিবর্তে “4” ব্যবহার করা, বা myshop-4u.com ব্যবহার করা। মোবাইল ভিসিটরদের জন্যও এই ধরণের ওয়েবসাইট ভিসিট করা জটিল হয়ে যায়। 

কেননা মোবাইল কিবোর্ডে শব্দ ও নম্বর ব্যবহার করতে বার বার সুইচ/পরিবর্তন হতে হয়। যা গ্রাহকদের জন্য বিরক্তিকর একটি বিষয় হতে পারে।

যে বিষয়গুলো এড়িয়ে চলা উচিতঃ

যদিও ক্ষেত্রবিশেষ নম্বর ও শব্দের মিশ্রণ হতে পারে। 

যদি ইতিমধ্যেই আপনার নম্বর ও শব্দের মিশ্রণে কোন প্রতিষ্ঠিত ব্র্যান্ড নাম থেকে থাকে যেমন twenty4.com এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই নামে পৃষ্ঠাসমূহ থেকে থাকে, সেক্ষেত্রে নামটি ব্র্যান্ডেবল ও ব্যবহারযোগ্য।

৩। .com ডোমেইন নির্বাচন করুন

ইন্টারনেটে ডট কমকে ওয়েবসাইটের ডিফল্ট ডোমেইন নাম হিসেবে ধরা যেতে পারে। কারণ, এর জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা। প্রায় ৮০% বাণিজ্যিক সংস্থা এই টিএলডিটি ব্যবহার করছে।

টিএলডি (টপ লেভেল ডোমেইন) = ডোমেইনের এক্সটেনশনকে বোঝায় যেমন .com, .net, .org ইত্যাদি।

এছাড়াও স্মার্টফোনগুলোর কিবোর্ডে .com নামে একটি বাটন থাকে, যা ব্যবহারকারীদের সহজেই টাইপ করতে সাহায্য করে। 

তাই আপনার উদ্যোগটির জন্যও ডট কম ডোমেইন নির্বাচন করা উপযুক্ত হবে। 

হোস্টগেটরে হোস্টিং প্ল্যানের সাথে ডট কম ডোমেইন বিনামূল্যেই পেতে পারেন, এবিষয়ক নির্দেশিকাটি দেখে নিন।

যেহেতু ডট কম অত্যধিক জনপ্রিয় একটি টিএলডি,

তাই ডট কমে পছন্দের নামটি পাওয়া যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার হতে পারে।

 

যদি ইংরেজি শব্দে আপনার নির্বাচিত নামটি ডট কমে পাওয়া না যায়,

সেক্ষেত্রে বাংলা শব্দ দ্বারা সন্ধান করা যেতে পারে। যেমনঃ

ইংরেজি শব্দঃ yourshop.com

বাংলা শব্দঃ apnardokan.com

বাংলা শব্দ বিশ্বব্যাপী ব্যবহৃত না হওয়ায় ফলে পছন্দের ডোমেইন নামটি পাওয়ার সম্ভাবনা বেশী থাকবে।

 

.com এর পাশাপাশি আরও জনপ্রিয় কিছু টিএলডি রয়েছেঃ

.shop ও .store – এই টিএলডিগুলো ডট কমের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে যা ইকমার্স উদ্যোগের ক্ষেত্রে সর্বাধিক উপযুক্ত। কারণ নামগুলো দ্বারা ওয়েবসাইটের কার্যক্রম সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে।

.trade – এই টিএলডিটি বিটুবি বাণিজ্যিক উদ্যোগের ক্ষেত্রে উপযুক্ত, বিশেষ করে পাইকার বিক্রেতা বা যারা শুধুমাত্র বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সাথে কার্যক্রম পরিচালনা করে। সরাসরি খুচরো গ্রাহকদের সাথে লেনদেন করে না।

.org – এই টিএলডিটি অলাভজনক সংস্থাগুলোর ক্ষেত্রে উপযুক্ত।

.net – যেসকল সংস্থা নেটওয়ার্ক সংশ্লিষ্ট প্রযুক্তি নিয়ে কাজ করছেন তাদের জন্য এই টিএলডিটি সর্বাধিক উপযুক্ত। যেমন ইন্টারনেট সেবাদানকারী সংস্থা। যদিও যেকোনো সংস্থা চাইলে টিএলডিটি ব্যবহার করতে পারে, ব্যবহারে কোনো প্রতিবন্ধকতা নেই।

এছাড়াও আপনার উদ্যোগটির কার্যক্রম যদি শুধুমাত্র নির্দিষ্ট কোনো দেশে পরিচালিত হয়, সেক্ষেত্রে সিসিটিএলডি ব্যবহার করতে পারেন। সিসিটিএলডির উদাহরণঃ

বাংলাদেশঃ .bd

ভারতঃ .in

যুক্তরাষ্ট্রঃ .us

সংযুক্ত আরব আমিরাতঃ .ae

GrowBig-এর জন্য আমরা .bd সিসিটিএলডি ব্যবহার করছি। কারণ এর কার্যক্রমের প্রধান ভোক্তা বাংলা ভাষাভাষী।

৪। ডোমেইন নাম জেনারেটর টুলসের ব্যবহার করুন

অনুমান করে নাম সন্ধান করা সম্ভব নয়। তাই সম্ভাব্য নামের তালিকা সহজেই খুঁজে পেতে ডোমেইন সন্ধান টুলসের ব্যবহার করা যেতে পারে। 

অনলাইনে নানা ফ্রি নাম সন্ধান টুলস রয়েছে যার ব্যবহারে আপনার উদ্যোগটির জন্য নামের ধারণা পেতে পারেন।

তেমনই কিছু টুলস নিম্নরূপঃ

৫। নির্বাচিত নামটি যাচাই করুন

কিভাবে জানবেন নির্বাচিত নামটি পূর্বে ব্যবহৃত হয়েছে কিনা?

যদি আপনার নির্বাচিত ডোমেইন নামটি পূর্বে কেউ ব্যবহার করে থাকে সেক্ষেত্রে সেটি ব্যবহার না করাই ভালো। কারণ পূর্বে ডোমেইনটি স্পেমিং, পাইরেসি বা এ জাতীয় কোনো কাজে ব্যবহার হতে পারে। 

এই ধরণের ডোমেইনকে গুগল ব্ল্যাকলিস্ট তালিকায় ফেলে দেয়, ফলে গুগল সার্চে এ ধরণের ডোমেইন নাম প্রদর্শিত হয় না। 

তাই এ ধরণের ঝামেলা এড়াতে নির্বাচিত ডোমেইন নামটি পূর্বে কারো দ্বারা ব্যবহৃত হয়েছে কিনা সেটি পর্যবেক্ষণ করা জরুরী।

who.is ফ্রি টুলটি ব্যবহার করে ডোমেইনের হিস্টরি পর্যবেক্ষণ করা যেতে পারে। যেমন সর্বপ্রথম কবে নিবন্ধন হয়েছিল, সর্বশেষ কবে নিবন্ধন হয়েছে, কে বা কারা নিবন্ধন করেছিল এ যাবতীয় তথ্য। 

যদি কোনো হিস্টরি না থাকে তার মানে ডোমেইনটি একদম নতুন এবং নিরাপদ।

 

কি করা উচিত যদি আপনার ডোমেইন নামটি ইতিমধ্যেই নিবন্ধিত হয়ে থাকে?

১। নিবন্ধনকারী থেকে ক্রয়ের চেষ্টা করুন

ডোমেইন ক্রয়-বিক্রয় অনলাইনে জনপ্রিয় একটি বাণিজ্যিক পন্থা। অনেকেই ভালো নামের ডোমেইন ক্রয় করে রেখে তা অনেক গুন বেশী দামে বিক্রয় করে। 

আপনার নির্বাচিত নামটি যদি পূর্বেই কেউ নিবন্ধন করে ফেলে এবং ক্রয়ের জন্য উপলব্ধ থাকে সেক্ষেত্রে তার থেকে আপনি নামটি ক্রয় করে নিতে পারেন। 

তবে এক্ষেত্রে অবশ্যই যাচাই করে নিতে হবে ডোমেইনটি পূর্বে কোন স্পেমিং/পাইরেসি সম্পর্কিত কাজের সাথে সম্পৃক্ত ছিল কিনা।

২। নামের সমাহার ব্যবহার করুন

নির্বাচিত নামটি ইতিমধ্যেই নিবন্ধিত হয়ে গেলে নামের অন্যান্য সমাহারের ব্যবহারে অনুরূপ শব্দ খোঁজার চেষ্টা করুন।

যেমন ওয়েবসাইট যদি খুচরো স্টোর হয় তাহলে hateybona.com নামটির বদলে buyhateybona.com ব্যবহার করা যেতে পারে। নিম্নের সূত্রটি ব্যবহার করা যেতে পারে।

[shop or buy] + [brandname] = [your domain name]

অথবা

[brandname] + [shop or buy] = [your domain name]

উপরে উল্লেখিত নামের সন্ধান টুলসগুলোর ব্যবহারে নামের এমন সমাহার সন্ধান করা যেতে পারে।

৩। অন্যান্য টিএলডি সন্ধান করুন

যদি কোনো ভাবেই ডট কম ডোমেইন নাম পাওয়া না যায়,

সেক্ষেত্রে সিসিটিএলডি ডোমেইন ব্যবহার করা যেতে পারে। যেমনঃ

Hateybona.com.bd

Hateybona.in

hateybona.ae

 

ডোমেইন নাম নিবন্ধন করার পদ্ধতি

হোস্টগেটর হোস্টিং এর সাথে ফ্রিতে .com ডোমেইন নিবন্ধন করতে প্রথমে যেকোনো একটি প্ল্যান নির্বাচন করুন।

hostgator hosting plan
হোস্টিং প্ল্যান

পরবর্তী চেকআউট পৃষ্ঠায় আপনার নির্বাচিত ডোমেইন নামটি সন্ধান করুন ও উপলব্ধ থাকলে টিক দিয়ে সকল তথ্য পূরণ করুন।

HostGator_checkout_page
ডোমেইন সন্ধান ও মূল্য পরিশোধ

অতিরিক্ত অ্যাডঅন সেবাগুলো আন-টিক দিন এবং মূল্য পরিশোধের মাধ্যমে অর্ডারটি সম্পন্ন করুন।

 

ডোমেইন নামের প্রতিযোগীমূলক সুবিধা

ডোমেইন নাম শুধুমাত্র অনলাইনে আপনার ব্যবসাটিকে খুঁজে পাবার ঠিকানা নয়, বরং এটি ডিজিটাল দুনিয়ায় আপনার ব্র্যান্ডের অবস্থান ও পরিচিতি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে। 

তাই পর্যাপ্ত সময় নিয়ে একটি উপযুক্ত নাম নির্ধারণ করা উচিত। 

ডোমেইন নামটি অত্যধিক স্বয়ংসম্পূর্ণ বা সর্বসেরা হতে হবে এমন নয়। সহজ, সাধারণ বা সাবলীল একটি নাম আপনার ব্র্যান্ডটির প্রতিষ্ঠা ও বিশ্বাসযোগ্যতা অর্জনে যথেষ্ট।

 

ডোমেইন সংশ্লিষ্ট প্রশ্নউত্তর

সর্বপ্রথম .com নির্বাচনের চেষ্টা করুন, ডট কম টিএলডিতে না পেলে সিসিটিএলডিতে নির্বাচন করা উপযুক্ত হবে (উদাহরণ .bd, .in, .ae ইত্যাদি)।

কেউই ডোমেইন নাম স্থায়ীভাবে ক্রয় করতে পারে না। এটি একটি রিকারিং ভিত্তিক পণ্য যা প্রতি বছর বছর নবায়ন করে যেতে হবে।

১। সহজ, সংক্ষিপ্ত ও ব্র্যান্ডেবল নাম বাছাই করুন।

২। হাইপেন (-), নম্বরের (4) মিশ্রণ ব্যবহারে বিরত থাকুন।

৩। নাম জেনারেটর টুলস ব্যবহার করুন।

৪। নির্বাচিত ডোমেইনটি যাচাই করুন

৫। পরিশেষে নামটি নিবন্ধন করুন

 

উপসংহার

ডোমেইন নাম নির্বাচনের ক্ষেত্রে সম্ভাব্য যে বিষয়গুলো লক্ষ্যণীয় তা এই নির্দেশিকাটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যার অনুসরণে আশা করি আপনার উদ্যোগটির জন্য চমৎকার একটি নাম নির্বাচনে সক্ষম হবেন।

সংশ্লিষ্ট নির্দেশিকা

অন-ডিমান্ড অনলাইন প্রশিক্ষণ, শিখুন আয়মূলক দক্ষতাসমূহ। যেকোনো স্থানে, যখন ইচ্ছে তখন, অংশগ্রহণে কোন প্রতিবন্ধকতা নেই।

লেখক পরিচিতি

তিনি অ্যাপ উন্নয়নে সংস্থাদের সহায়তা প্রদানের পাশাপাশি সফটওয়্যার প্রযুক্তি ও বাণিজ্য সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি উন্নয়ণে কাজ করে যাচ্ছেন। অবসর সময়ে তিনি GrowBig ব্লগ ও ইউটিউব চ্যানেলে লিখতে ও ভিডিও নির্দেশিকা তৈরি করতে পছন্দ করেন।

No comment yet, add your voice below!


Add a Comment